দুই লাইনের কবিতা


আজব হাল এই ভালোবাসার
যখন চোখ ঘুমিয়ে যায় , তখন মন জেগে উঠে ।
দ্বিতীয় বার চিন্তা করে আমার রাজ্যে কদম রেখো 
ভালোবাসায় এখানে কোন জামিন নেই ।
অন্ধ ভালোবাসায় তাকে খোদা বানিয়ে দিয়েছিলাম 
হুশ , তখন ফিরেছে 
যখন সে বলল - খোদা কারো একার নয় । 
যদি কখনো সময় পাও , তাহলে জানাইও 
ভালবাসার কোন চ্যাপ্টার আমি তোমাকে দেখাই নাই ।
পেয়ে তোমার হাত , আমার হাতের মাঝে 
মনে হল - জাহান্নামির জন্য আজ জান্নাত বরাদ্দ হয়ে গেল ।


আমি  তার কাছে জানতে চেয়েছিলাম  –

রৌদ্রের মাঝেও কি বৃষ্টি হয় ?

সে হাসতে হাসতে কেদে দিলো ।
তুমি দেখো আর না দেখো  , এতে কোন দুঃখ নাই

কিন্তু তোমার এই না দেখার চাহনির মাঝে

সেই  কবেই হারিয়ে গেছি